• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নেতৃত্ব শূন্যতায় গাইবান্ধা জেলা বিএনপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘদিনের নেতৃত্ব শূন্যতা আজও কাটাতে পারেনি গাইবান্ধা জেলা বিএনপি। এখনো তালাবদ্ধ শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয়ের দরজা। দিন-মাস-বছর পার হলেও কার্যালয়ে আসতে দেখা যায় না কোনো নেতা-কর্মীকে।

জানা গেছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে গাইবান্ধা বিএনপির কার্যালয়। সঠিক নেতৃত্বের অভাবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কর্মীরাও। জেলা-উপজেলা বিএনপির অনেক কর্মীই যোগ দিচ্ছেন অন্য দলে।

জেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী জানান, প্রতিদিনই তারা আশায় থাকেন নতুন নেতৃত্বের ঘোষণা আসবে। কিন্তু আড়াই বছর পার হলেও পূরণ হয়নি তাদের সে আশা। এ কারণে দিনদিন দলবিমুখ হয়ে পড়ছেন তৃণমূলের কর্মীরা।

জেলা বিএনপির মতোই অচলাবস্থা সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলা বিএনপির। কমিটি থাকলেও নেই কোনো সাংগঠনিক কার্যক্রম। মেয়াদ শেষ হলেও ঘোষণা হচ্ছে না নতুন কমিটির, আসছে না নতুন নেতৃত্ব। এ কারণে দলের প্রতি আস্থা হারিয়ে ফেলছে তৃণমূলের কর্মীরা।

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, সাংগঠনিক কার্যক্রম তো দূরের কথা জেলার নেতাদের দেখাই পাওয়া যায় না। তারা গাইবান্ধা ছেড়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় পরিবার নিয়ে বসবাস করেন। বিষয়টি একাধিকবার হাইকমান্ডকে জানিয়েও সুরাহা হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, ২০১৮ সালে একটি মামলার রায়ের পর থেকেই গাইবান্ধা বিএনপিতে অচলাবস্থা দেখা দিয়েছে। সিনিয়র নেতারা জেলা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এ কারণে ত্যাগী কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গাইবান্ধা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক বলেন, জেলা ও উপজেলা বিএনপিতে গতিশীলতা ফেরাতে এ বছরের শুরুতেই নানা কার্যক্রম হাতে নেয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারিতে সব কার্যক্রম থেমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সবাইকে এক ছাদের নিচে আনার উদ্যোগ নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here