• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে সিআইডি পরিচয়ে চাঁদা দাবি, শ্রীঘরে যুবক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে ভুয়া সিআইডি অফিসার পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে সাজু মিয়া (২৫) নামে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৩০ মার্চ) ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট থেকে তাকে আটক করা হয়।

আটক সাজু মিয়া রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব টেপাসুটিবাড়ী গ্রামের আউয়াল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ভুয়া সিআইডি অফিসার পরিচয় দিয়ে রংপুর, নীলফামারীসহ আশপাশের এলাকায় প্রতারণা করে আসছেন।

পুলিশ ও স্থানীয় জানান, ওই বাজারের সুবীন্দ্র নাথ রায়ের দোকানে ঘুমের ওষুধ কিনতে যান সাজু মিয়া। চিকিৎসকের সনদপত্র ছাড়া ওষুধ দিতে রাজি না হলে তার মা অসুস্থ বলে জানান। পরে ওষুধ নিয়ে নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে সাজু মিয়া। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এসময় তার কাছ থেকে ভুয়া সিআইডির পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আটককৃত সাজু মিয়া ভুয়া সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Place your advertisement here
Place your advertisement here