• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নির্বাচনী হাওয়ায় মেতেছে রংপুর

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

একাদশ জাতীয় নির্বাচনের আর ১৯ দিন বাকি। সারা দেশে মোট ৩০০ আসন সংখ্যা  ভোটার রয়েছে সর্বমোট ১০,৪১,৯০,৪৮০জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫,২৫,৪৭,৩২৯ নারী ভোটার ৫,১৬,৪৩,১৫১ জন। 

একাদশ জাতীয় নির্বাচনে রংপুরে মোট ৬ আসনে ভোট যুদ্ধ হবে এতে মোট ভোটার ২১,৩৪,৮৪২ জন, পুরুষ ভোটার ১০,৬০,২০১ জন। নারী ভোটার ১০,৭৪,৬৪১ জন। 

রংপুরে আসন ভিত্তিক ভোটার সংখ্যা ও শীর্ষ প্রার্থীদের নামঃ 

রংপুর ১ আসন - (গংগাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড- ১,২,৩,৪,৫,৬,৭ ও ৮) মোট ভোটার ২,৮৭,৯৮৪ জন, পুরুষ ভোটার ১,৪৫,১৩২ জন,  ১,৪২,৮৫২ নারী জন নারী ভোটার রয়েছে। শীর্ষ প্রার্থী মসিউর রহমান রাঙ্গা দলঃ জাতীয় পার্টি (লাঙল) প্রধান বিরোধী শাহ্‌ মোঃ রহমতউল্লাহ (নাগরিক ঐক্য)। 

রংপুর ২ আসন (তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা) মোট ভোটার ৩,১২,৮১৫ জন পুরুষ ভোটার ১,৫৫,৯৪৮ জন, নারী ভোটার ১,৫৬,৮৬৭ জন। শীর্ষ প্রার্থী আহসানুল হক চৌধুরী দলঃ আওয়ামী লীগ (নৌকা), প্রধান বিরোধী মোহাম্মদ আলী সরকার দলঃ বিএনপি (ধানের শীষ)। 

রংপুর ৩ আসন (রংপুর সদর উপজেলা, রংপুর সিটি কর্পোরেশনের- ১,২,৩,৪,৫,৬,৭ ও ৮ ব্যতীত রংপুর সিটি কর্পোরেশনের এলাকা সমূহ) সর্বমোট ভোটার ৪,৪১,৬৭৩ জন তারমধ্যে ২,২১,১০৯ জন পুরুষ ভোটার, নারী ভোটার ২,২০,৫৬৪ জন। শীর্ষ প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদ দল: জাতীয় পার্টি (লাঙল) প্রধান বিরোধী রিটা রহমান, দল বিএনপি (ধানের শীষ)। 

রংপুর ৪ আসন (পীরগাছা এবং কাউনিয়া উপজেলা) মোট ভোটার ৪,১২,৯৫৯ জন, ২,০১,৭০৮ পুরুষ ভোটার, ২,১১,২৫১ জন নারী ভোটার। শীর্ষ প্রার্থী টিপু মুনশি দল: আওয়ামী লীগ (নৌকা) প্রধান বিরোধী এমদাদুল হক ভরসা দল: বিএনপি (ধানের শীষ)। 

রংপুর ৫ আসন (মিঠাপুকুর উপজেলা) মোট ভোটার ৩,৮৬,৪১৪ জন, ১,৯০,৯৭৬ জন
পুরুষ ভোটার ও নারী ভোটার ১,৯৫,৪৩৮ জন। শীর্ষ প্রার্থী এইচ এন আশিকুর রহমান
দল: আওয়ামী লীগ (নৌকা) প্রধান বিরোধী মোফাখখারুল ইসলাম (নাগরিক ঐক্য) (ধানের শীষ)।  

রংপুর ৬ আসন (পীরগঞ্জ উপজেলা) মোট ভোটার ২,৯২,৯৯৭জন, ১,৪৫,৩২৮ জন পুরুষ ভোটার ও নারী ভোটার ১,৪৭,৬৬৯ জন। শীর্ষ প্রার্থী শিরীন শারমিন চৌধুরী দল: আওয়ামী লীগ (নৌকা) প্রধান বিরোধী সাইফুল ইসলাম দল: বিএনপি (ধানের শীষ)।

Place your advertisement here
Place your advertisement here