• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নিজের মুখেই মাস্ক নেই, করছেন মাস্ক বিতরণ: সমালোচনায় বিএনপি নেতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে সব ধরনের লোক সমাগম নিষদ্ধ হলেও ফেনীতে দলবল নিয়ে মাস্ক বিতরণ করেছে জেলা বিএনপি। আর যারা মাস্ক বিতরণ করেছেন তাদের মুখেই ছিল না মাস্ক। এমন ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজে বিরক্ত খোদ ফেনী বিএনপির নেতাকর্মীরাই।

ফেনী জেলা বিএনপির প্রভাবশালী নেতা মনোয়ার হোসেন দুলাল তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘আসলেই এটা সচেতন হওয়ার প্রচার, না ফেসবুক প্রচার। যারা মাস্ক লাগাচ্ছে তাদের মুখে মাস্ক কই...?’

এটা তো গেলো ঘরের সমালোচনা। ঘরের বাইরেও তুমুল সমালোচনা হচ্ছে জেলা বিএনপির এমন কাণ্ডের। তবে জেলা বিএনপির নেতারা বলছেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে ফেনীতে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ট্রাংক রোডে প্রেসক্লাব ভবনের সামনে, বড় বাজারের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে দলটির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, এয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞাঁ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

এসময় কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল, তাঁতিদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রমে অংশ নেয়।

Place your advertisement here
Place your advertisement here