• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নাসিমের মৃত্যু নিয়ে কটূক্তি: বেরোবির সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষিকা সিরাজুম মুনিরা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেপ্তার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কোনো নোটিস না দেয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, এক প্রতিষ্ঠানে দুই নীতি চলতে পারে না। শিক্ষক নামের কলঙ্ক মনিরাকে বরখাস্ত করতে প্রশাসনের এতো টালবাহানা কেন? আগে দুজন কর্মকর্তা মামলায় গ্রেপ্তার হওয়ায় তাদেরকে সেদিনই সাময়িক বহিস্কার করে বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু কেন এই মনিরার ব্যাপারে এখনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি?

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক মনিরাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় গত শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

Place your advertisement here
Place your advertisement here