• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সংসদ হুইপ ইকবালুর রহিম। এর পর দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম ও এসপি আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।

রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত জেলার  সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষকে দিনাজপুর বড় ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য হাজারো মানুষের ঢল নামে। 
বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালেই স্ব স্ব প্রতিষ্ঠানের নামে ব্যানার ও  ফুলের নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহিদ মিনারকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিনাজপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান।

Place your advertisement here
Place your advertisement here