• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুর মেডিকেলে করোনা চিকিৎসায় বাড়ছে শয্যা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩০ শয্যা প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার (১১ এপ্রিল) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের করোনা ইউনিটে ৩৫ রোগী ভর্তি রয়েছে। খালি নেই আইসিইউয়ের কোনো বেড। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়লে কর্তব্যরত চিকিৎসক-নার্স সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

ডা. আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ টি আইসিইউ, ফ্লু কর্নারে ৩৪ বেড, করোনা রেড জোনের জন্য ১০ বেড ও চারটি ভ্যান্টিলেটর রয়েছে।

তিনি বলেন, গত শনিবার (১০ এপ্রিল) হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম হাসপাতালের প্রশাসন, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিয়ে বৈঠক করেন।

উল্লেখ্য, দিনাজপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১০৪ রোগীর মৃত্যু হয়েছে। জেলায় ২৩৫ করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৫ রোগী হাসপাতালে এবং ২০০ রোগী হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

Place your advertisement here
Place your advertisement here