• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ত্রাণ আত্মসাতকারীরা মানুষ রূপি জানোয়ার- হানিফ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা দেশের দুর্যোগের সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করে তাদের মানুষ বলা যায় না। এরা মানুষ রূপি জানোয়ার। শনিবার নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। 

হানিফ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার-নার্সসহ বিভিন্ন লোকজন চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কিছু লোক এই সঙ্কটের সময় অসহায় মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রাণ আত্মসাৎ করছে। আমি অবাক হয়ে যাই! কারা এইসব মানুষ? যারা দেশের এই সঙ্কটের সময় অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে- এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষ রূপি জানোয়ার। এদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।

জেলা প্রশাসকদের অনুরোধ করে তিনি বলেন, আমি জেলা প্রশাসকদের অনুরোধ করবো। আপনারা উপজেলা পর্যায়ে প্রশাসনকে নির্দেশনা দিন। সাধারণ মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে সেই ত্রাণ যেন কোনো লোক আত্মসাৎ করতে না পারে। এজন্য কঠোর নির্দেশনা দিন, আরো কঠোর হন। আমরা চাই যদি কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির নামে অভিযোগ ওঠে ত্রাণ আত্মসাতের তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অসহায় মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে তা নিয়ে কোনো রকম দুর্নীতি-জালিয়াতি বরদাস্ত করা হবে না। আমরা এই অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে চাই। 

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও কিছু মানুষ নিয়ম না মানার কারণে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার জনগণকে সচেতন করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। লকডাউন দেয়া হয়েছে। তারপর ও লোকজন সচেতন না হওয়ায় নিয়ম-নীতি না মানায় লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে না। তাই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশবাসীকে আমি আবারো অনুরোধ করবো সবাই ঘরে থাকুন নিজে বাঁচুন, অন্যকে বাঁচার জন্য সুযোগ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ।

Place your advertisement here
Place your advertisement here