• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তারাগঞ্জে শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের তারাগঞ্জে আগমনকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় আওয়ামী লীগ থেকে দাবি করা হয়েছে, ওই দিন কয়েক লাখ লোকের সমাগম ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ডিসেম্বর সকাল ৯টায় তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম মো. আহসানুল চৌধুরী ডিউক-এর পক্ষে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।

এদিকে প্রধামন্ত্রীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মাঠে কাজ শুরু করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা বলেছেন তারাগঞ্জ থানার ওসি।

ওসি জিন্নাত আলী জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা উপলক্ষে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাজ করছে। এর পাশাপাশি ওই দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গড়ে তোলা হবে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। যার মধ্যে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, র‌্যাব ও পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক মেরামত ও মঞ্চ তৈরির কাজ চলছে জোরেশোরে। তার আগমনের বার্তা শোনার সঙ্গে সঙ্গেই তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনে আনন্দের বন্যা বইছে। সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রতিনিয়ত দুই উপজেলা শহরে আনন্দ মিছিল করছেন। এর পাশাপাশি দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সদস্যরা ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

তারাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বায়েজিদ বোস্তামী বলেন, আশা করছি, জনসভায় দু’লাখ লোকের সমাগম ঘটবে। তিনি বলেন, এলাকার মানুষ জাতির জনকের কন্যাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম বলেন, তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে লক্ষাধিক লোকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু এবারে লোকজনের উপস্থিতি ধারণ ক্ষমতার বাইরে যেতে পারে বলে কলেজ মাঠ সংলগ্ন আরেকটি মাঠকে এর সঙ্গে প্রস্তুত করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শামসুল হক বলেন, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা মিলে রংপুর-২ আসন। এ কারণে বদরগঞ্জ উপজেলা থেকেও ব্যাপক সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন। সে কারণে সহজেই বলা যায় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

এদিকে রংপুর-২ আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক জনসভা সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি তিনিও ছুটছেন শহর থেকে প্রত্যন্ত গ্রামে। এ ছাড়া তিনি জনসভাস্থল ও মঞ্চ তৈরির কাজও দেখভাল করছেন।

জনসভার প্রস্তুতি ও লোক সমাগম সম্পর্কে জানতে চাইলে ডিউক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ শেখ হাসিনার আগমন উপলক্ষে আওয়ামী লীগ কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষ সেখানে উপস্থিত হয়ে জানান দেবে এই আসন নৌকার ঘাঁটি।

Place your advertisement here
Place your advertisement here