• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে হোমকোয়ারিন্টনে ১৭৮: সম্পন্ন ১৫ জনের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস আক্রান্ত (কোভিড-১৯) ঠেকাতে ঠাকুরগাঁওয়ে  বিদেশ ফেরত গত ২৪ ঘন্টায় আরো ১০জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিয়ে হোম কোয়ারিন্টনে থাকার সংখ্যা দাঁড়ালো ১৭৮ জন-এ। আর ২৪ ঘন্টায় হোম কোয়ারিন্টন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ১৫ জনকে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়নি।

শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

হোম কোয়ারিন্টনে থাকা বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা উড়ানো হয়েছে। তারা ঠিক মতো নির্দেশনা পালন করছে কিনা তা তদাররি করছে জেলা প্রশাসনের নেতেৃত্বে সেনা বাহিনী ও পুলিশ। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখতেও সচেতনতার বৃদ্ধি ও তদাকরি করা হচ্ছে বলে জানান তিনি। 

ইতালী, চীন, সৌদিআরব, মালয়েশিয়া, দুবাই, ভারত, সিঙ্গাপুরসহ ২৬টি দেশ থেকে আসা ১৪০৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিদেশ ফেরতদের গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ও ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও পৌরসভার কাউন্সিলরদেরকে নির্দেশনা দেয় প্রশাসন।

এদিকে করোনা ভাইরাস মোবাবিলায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ৬ শষ্যার আইসোলেশন ইউনিট ও ৩টি প্রাতিষ্ঠানিক হোমকোয়ারিন্টন  প্রস্তুত রেয়েছে প্রশাসন। 

Place your advertisement here
Place your advertisement here