• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে।

নিহত শরিফুল ইসলাম (৩০) ওরফে খোটা মোহাম্মদ উপজেলার হরিনমারি হাট ছোট চুড়াইগাতি গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, শরিফুল ইসলামসহ কয়েকজন জেলে বেউরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০/৮ এর কাছে নাগর নদীতে মাছ ধরছিল । এ সময় তারা ভুল করে ভারতে ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ১৭১ বড়বিল্লা ক্যাম্পের টহলরত জোয়ানরা গুলি করলে ঘটনাস্থলেই শরিফুল মারা যায়। পড়ে অন্য জেলেরা তাকে নিয়ে আসে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,  লাশ বেউরঝাড়ি বিওপির বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Place your advertisement here
Place your advertisement here