• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে নিহত শরিফুলের মরদেহ হস্তান্তর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শরিফুল ইসলামের (৩০) মরদের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । 

শুক্রবার বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান। নিহত শরিফুল ইসলাম উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বেউরঝারী সীমান্ত এলাকায়  ভারতী সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হন তিনি ।

আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান মরদেহ পাওয়ার পর জানাজা শেষে তাকে  দাফন করা হয় । 

স্থানীয়রা জানান, নিহত শরিফুল ইসলাম সহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের  সঙ্গীরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও শরিফুলের  জীবন রক্ষা হয়নি।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, এঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে শরিফুল কে আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে হত্যা করায় প্রতিবাদ জানানো হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। 

Place your advertisement here
Place your advertisement here