• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঠাকুরগাঁও সদর হাসপাতালে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জন্য অক্সিজেন কনসেনট্রেট, পিপিই, মাস্ক এবং ফেস শিল্ডসহ ১০ আইটেমের বিভিন্ন সুরক্ষা সরঞ্জামাদি হস্তান্তর করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী'র সমন্বয়ে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মাসুমের প্রতিনিধিত্বে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হল রুমে এসব সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত প্রমুখ।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- বর্তমান করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা সত্যিই প্রশংসার। আমাদের সদর হাসপাতালে তিনি সুরক্ষা সামগ্রী দিয়েছেন, সে জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করোনাকালীন সময় থেকে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সবসময় আমাদের স্টাফদের খোঁজ রেখেছেন এবং বিভিন্ন সময় সহযোগিতা করে পাশে থেকেছেন, আশা করছি ভবিষ্যতেও থাকবেন।

Place your advertisement here
Place your advertisement here