• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

জনশূন্য পারঘাট এখন জনপ্রিয় ‘আলোর বাজার’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমার উপজেলার পারঘাট এলাকা একসময় ছিল অবহেলিত, অন্ধকার, জনশূন্য। রাতে এ এলাকা দিয়ে চলাচল করতে গিয়ে ভয়ে কাঁপত মানুষ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে সেই স্থানটিতে এখন গড়ে উঠেছে মনোমুগ্ধকর ‘আলোর বাজার’।

বুড়িখোড়া নদীর ব্রিজের পাশেই গড়ে উঠেছে কফি হাউস, ফাস্ট ফুড, চায়ের দোকান, রেস্টুরেন্ট, পাঠাগার, সঙ্গীত চর্চা কেন্দ্র, মিনি পার্ক। নদীর তীরে হওয়ায় আলোর বাজারের পরিবেশ স্বাস্থ্যের জন্যও উপকারী। অবসর কাটাতে এখানে আসেন বিভিন্ন বয়সের মানুষ। কেউ মেতে ওঠেন আড্ডা-গানে, কেউ আসেন প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে।

আলোর বাজারের উত্তরে ডোমারের হরিণচড়া ও সোনা রায় ইউনিয়ন, পূর্বে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন ও পশ্চিমে পলাশবাড়ী ইউনিয়ন। চার ইউনিয়নের মানুষের পদচারণায় দিন-রাত মুখর হয়ে থাকে গোটা এলাকা।

আলোর বাজারের উদ্যোক্তা শংকর কুমার রায় বলেন, পারঘাট এলাকা এক সময় ছিল অপরাধীদের অভয়ারণ্য। জনশূন্য ও অন্ধকার হওয়ায় সব সময় এখানে মাদক সেবন, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হতো। ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, পাঠাগার, ক্লাব, বিনোদন কেন্দ্র হওয়ায় এখন অপরাধীদের সুযোগ কমে গেছে। মানুষ এখন নির্ভয়ে আলোর বাজারে সময় কাটাতে আসে। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আলোর বাজারের আরো উন্নয়ন সম্ভব।

Place your advertisement here
Place your advertisement here