• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘোড়াঘাটে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন ইউএনও

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাস সংক্রমন রোধে বিদ্যমান পরিস্থিতিতে সংকটে থাকা দিনাজপুরের ঘোড়াঘাটের নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদা খানম। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার হতদরিদ্র , অসহায়, শ্রমিক, চা বিক্রেতা, ভিক্ষুক , দিনমুজুর ও কর্ম সংকটে থাকা পরিবারে চাল, ডাল, লবণ, তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদা খানম জানান, শুক্রবার পর্যন্ত এ উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২হাজার ৪'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, আলু । খাদ্যসামগ্রী ছাড়াও একটি জীবানুনাশক সাবান, মাস্ক ও লিফলেট বিতরন করা হয় ।

ঘোড়াঘাট হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও শিক্ষক মনোরঞ্জন মোহন্ত জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ছুটে চলছেন ইউওএনও । কোথাও কোন রকম বিঘ্ন ঘটলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

Place your advertisement here
Place your advertisement here