• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে পাঁচ ট্রাকের সংঘর্ষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে বুধবার সকালে বকচর নামক স্থানে ঢাকাগামী পাঁচটি ট্রাক একে অপরকে ধাক্কা দিলে আলুবোঝাই ট্রাকের চালক আমিনুল ইসলাম নিহত হয়েছেন। নিহত ড্রাইভার আমিনুল ইসলাম দিনাজপুর জেলার পরবর্তীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. বাবুল আহম্মেদ জানান, সকালের দিকে ঘনকুয়াশার মধ্যে ঢাকামুখী আলু, বাঁশ, পাথর ও পাথরবোঝাই ট্রাক গোবিন্দগঞ্জের বকচর নামক স্থান অতিক্রম করছিল। এসময় সামনে থাকা আলুবোঝাই ট্রাকটি ব্রেক কষলো পেছন দিক থেকে পাঁচটি ট্রাকের সংঘর্ষ হয়। ফলে পেছনের আলুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাক ড্রাইভার আমিনুল চালকের বসার আসনেই চাপা পড়ে নিহত হয়। আহত হয় ট্রাকে থাকা মনজুরুল আলম বাবু নামে এক ব্যক্তি। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে। পুলিশ পেছন থেকে ধাক্কা দেয়া বালুবোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here