• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাইবান্ধায় বিনামূল্যে ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সাঘাটায় বিনামূল্যে প্রায় ৪ শতাধিক অসহায় রোগীকে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এবং সামাজিক সংগঠন ‘অংকুর ইন্টারন্যাশনাল’ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর বহমান মেডিকেল কলেজের ডা. নাজমুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, ডা. মাহদী , ডা. নিরঞ্জন রায়, ডা. মেহেদী হাসান সাগর, ডা. মোজাম্মেল হক প্রমুখ ।

চিকিৎসা নিতে আসা সেকেন্দার আলী নামের এক রোগী বলেন, চরাঞ্চলের এই সব মানুষরা টাকার অভাবে ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারে না। এখানে ফ্রি পরামর্শ ও ঔষধ পেয়ে আমরা আনন্দিত।

ডু সামথিং ফাউন্ডেশনের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ক্যাম্পে ৭ জন এমবিবিএস চিকিৎসক সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ সামগ্রী দেন। মেডিসিন, গাইনি, সার্জারি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসাসেবা দেয়া হয়।

প্রসঙ্গত, ডু সামথিং ফাউন্ডেশন সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। ২০১৬ সাল থেকে মানবতার সেবায় কাজ করা সংগঠনটি করোনার শুরু থেকে ঝুঁকি নিয়ে দেশের ১২টি জেলায় বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে।

Place your advertisement here
Place your advertisement here