• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই: আটক ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে আয়াত খান (২২) নামে এক যুবক ধরা পড়েছেন। বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) রাতে জেলা শিক্ষা অফিস এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটক আয়াত খান গাইবান্ধা সদর উপজেলার মধ্যেপাড়ার মিলু খানের ছেলে ।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ব্রিজ রোড জনতা ব্যাংকের সামনে থেকে তানভীর রহমান রমিন নামে এক যুবককে আয়াত খান ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাইবান্ধা জেলা শিক্ষা অফিস এলাকায় নিয়ে যান। সেখানে আরও দুই ভুয়া ডিবি পুলিশের সদস্য ছিলেন। তারা তানভীরকে এলোপাতাড়ি মারধর করে পকেট থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন। এ সময় তানভীরের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আয়াত খানকে আটক করলেও অন্য দুইজন পালিয়ে যান। পরে থানায় যোগাযোগ করা হলে পুলিশ এসে তাকে আটক করে।
 
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী তানভীর বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here