• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ক্যান্সারে আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

খুব ছোট বেলায় বাবা-মায়ের স্নেহ বঞ্চিত হয় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মো. শাহীন ইসলাম। বাবা-মাকে হারিয়ে পরিবারের বড় ছেলে হিসেবে নতুন এক যুদ্ধে নামে শাহীন। সেই যুদ্ধ হচ্ছে পরিবারকে আগলে রাখা।

জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল সততার সাথে। দিন দিন পরিবারের ছায়া হয়ে দাড়িয়েছিল সে। তার লালিত স্বপ্ন যখন বাস্তবে রুপ নিতে শুরু করেছে ঠিক তখনি কঠিন পরীক্ষায় পড়ে সে। গোপনে তার শরীরের মধ্যে বাসা বাধে দূরারোগ্য ক্যান্সার।বিষয়টি জানার পর তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। পৃথিবী যেন তার কাছে অপরিচিত। কি তার ৭বছরের একটি কন্যাসন্তানটির। কি হবে পরিবারের বাকি সদস্যদের। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। চারিদিক যেন অন্ধকারে চেয়ে গেছে।

তার এই দুর্দিনে আলোর মশাল জ্বালিয়ে নতুন করে বেচে থাকার স্বপ্ন দেখালে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি। সহযোগিতার হাত বাড়িয়ে সংগঠনের অতীত ঐতিহ্য আবার মেলে ধরলেন আত্মমানবতার সেবায়।

এ ব্যাপারে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির কোষাধ্যক্ষ নুরুল হক বাবু জানান, যদি আমরা সকলেই কিছু আর্থিক সহযোগিতা করি তার জন্য এটা অনেক বড় আশান্বিত হবার বিষয়ে হবে। তাই আমরা সকলে তার এইদুঃসময়ে সহযোগীতার হাত বাড়াই। সকলের সহযোগিতায় পরাজিত হউক দূরারোগ্য মরনব্যাধি ক্যান্সারের। জয় হউক মানবতার। আর বীরগঞ্জ সমিতি সর্বদাই অগ্রসরমান মানবতার কল্যাণে। বীরগঞ্জ যেকোন মানবিক এবং সামাজিক কর্মকান্ডে অতীতে যে রকম অগ্রণী ভূমিকা পালন করেছে। এখনও আমরা তদ্রুপ করব এবং করতে চায়। সকলের আন্তরিকতা এবং ঐকান্তিক চেষ্টার মাধ্যমে যে প্রয়োজনে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।

Place your advertisement here
Place your advertisement here