• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ২৫৮টি পরিবারের ঘুচল ৪৯ বছরের আঁধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

প্রথমবারের মতো বিদ্যুৎ পেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির পূর্ব ধনিরাম গ্রামের মানুষ। এতে সুবিধাবঞ্চিত ২৫৮টি পরিবারের ৪৯ বছরের আঁধার ঘুচল।

শনিবার রাতে উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ৫ নম্বর ফিডার লাইন থেকে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

বিদ্যুৎ পেয়ে খুশিতে আত্মহারা শতশত মানুষ। আনন্দে সড়কে বেড়িয়ে পড়েছে তারা। হুইসেল বাজিয়ে ও পটকা ফাটিয়ে উদযাপন করছে তারা।

ওই গ্রামের আরিফিন মোন্তারী বলেন, আগে আমাদের ভরসা ছিল হারিকেন, কুপিবাতি ও সোলার। পয়সা ওয়ালারা সোলার কিনে বাড়িতে আলোর ব্যবস্থা করতো। আর নিম্নবিত্তদের ব্যবহার করতে হত হারিকেন, কুপিবাতি। এখন ধনী-গরিব সবার বাড়িতেই বিদ্যুৎ।

স্থানীয় শিক্ষক আবদুল হাই জানান, সরকারের আন্তরিকতায় পূর্ব ধনিরাম গ্রামের ৪৯ বছরের আঁধার ঘুচল। ধীরে ধীরে আরো সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

ইউপি সদস্য আবদুল হামিদ জানান, পূর্ব ধনিরাম গ্রামে পরিবারের সংখ্যা ৯৩০টি। এরমধ্যে প্রথম ধাপে ২৫৮টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোও পাবে।

Place your advertisement here
Place your advertisement here