• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার গণপূর্ত বিভাগের সহায়তায় উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে এ ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের পৃষ্ঠপোষকতায় ঢাকাস্থ উত্তরবঙ্গ জনকল্যান সমিতির অর্থায়নে বানভাসী মানুষকে চাল, মুসুর ডাল, তেল, চিড়া, গুড় ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সমিতির সভাপতি ইব্ধনিয়ার গোলাম মোস্তফা, রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী  আবদুল গাফফার, রংপুর গণপূর্ত সার্কেলের তত্ববধায়ক প্রকৌশলী দেওয়ান মউদুদুর রহমান, কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী এ এইচ এম শাহারিয়ার আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন সরকার, তৌহিদ হাসান ওহী, উপ-সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম ও চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

ত্রাণ পেয়ে ত্রাণ পেয়ে মফিদার রহমান(৬০) নামের এক বৃদ্ধ বলেন- এর আগে সরকারের পক্ষ থেকে আমাদের সহায়তা করা হয়। সরকারের পক্ষে অনেকেই আমাদের সহযোগীতা করেছেন। এবার বন্যা দীর্ঘস্থায়ী হলেও সরকার সবসময় আমাদের খোঁজ খবর রেখেছেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও ত্রাণ বিতরণ করছেন। ফলে অনেক ক্ষতির মধ্যেও কিছুটা স্বস্তির মধ্যে রয়েছি।

Place your advertisement here
Place your advertisement here