• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

মাত্র ৩ মিনিটের ঘূর্ণিঝড়ে অসংখ্য পরিবারের বসতঘর তছনছ হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে শনিবার বিকাল সারে ৫ টার পর হঠাৎ করে ভারী বর্ষণের সঙ্গে ওই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। গতি কমপক্ষে ১০০ কিলোমিটারের মতো হবে বলে জানায় এলাকাবাসী। এতে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে ও জমির আমন ধান মাটিতে মিশে গেছে। 

তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান। তিনি বলেন- ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়াডের মুসা, ডাঙ্গাপাড়া, বটতলা, গ্রামগুলোর ক্ষতি হয়েছে। তার মধ্যে ৩৫ পরিবার বসতঘর ভেঙ্গে গেছে। তবে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় স্কুলের রুমে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, তার ৮ নম্বর ওয়ার্ডের ছগির বাজারগ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। বৃষ্টির কারণে এলাকায় প্রবেশ করা যাচ্ছেনা।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় প্রচণ্ড কালো মেঘ ছিল আকাশে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে একটি ফানেলের মতো ঘূর্ণিঝড় কয়েক মুহূর্তে এলাকার সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে যায়। 

Place your advertisement here
Place your advertisement here