• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

নৈশ প্রহরী থাকা সত্ত্বেও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এই কথিত এই চুরির ঘটনা ঘটে বলে হাসপাতালের ভারপ্রাপ্ত অফিস সহকারী বুলবুল আহমেদ জানান। 

তিনি বলেন, বুধবার সকালে এসে দেখি হাসপাতালের নিচ তলার ক্যাশিয়ার ও অফিস সহকারীর রুমের জানালার শিক ভাঙ্গা। অফিসের ভেতরের ফাইলপত্র ও কাগজাদী সহ অনেক কিছু চোরেরা নিয়ে গেছে। এতে বেশ কিছু টাকাও খোয়াও গেছে বলে জানানো হয়। 

সরজমিনে দেখা যায়, জানালার যে শিক কাটা হয়েছে সেটা দিয়ে একজন বড় মানুষ বা শিশু প্রবেশ করা যায় না। 

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মুঠোফোনে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যাওয়া হয়। ঘটনাটি পরিদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষকে মামলা দিতে বলা হলেও বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোন মামলা তারা দেননি। তবে মামলা করবেন বলে তারা জানিয়েছেন। 

তবে হাসপাতালের উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ বলেন, চোরেরা কি নিয়ে গেছে আমরা তা খতিয়ে দেখে মামলা দায়ের করবো।

Place your advertisement here
Place your advertisement here