• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কিভাবে সফলতা লাভ করবেন জেনে নিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

মানুষ সফলতার পেছনে দৌড়াতে থাকে। তবে সফলতা লাভের নিগুঢ় রহস্যগুলো সব মানুষের জানা নেই। 
আবার অনেকে জানলেও সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না। ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কাঙ্ক্ষিত সফলতা পায় না।

সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে যেমন হাঁটতে হবে তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় সাহায্য কামনা করতে হবে। তবেই দুনিয়ার সব সফলতা লাভে সফল হবে মানুষ।

পবিত্র কোরআনুল কারিমের এ আবেদনই মানুষকে সর্বোত্তম সফলতার পথে পরিচালিত করবে, যা বেশি বেশি পড়ার পাশাপাশি এর ওপর আমলও করতে হবে। তবেই মুমিন বান্দা সফলতা লাভে সফল হবে। আল্লাহ তায়ালা বলেন-

رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا
উচ্চারণ : ‘রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুখরাঝা সিদকিও ওয়াঝ্আললি মিল্লাদুংকা সুলত্বানান নাসিরা।’ (সূরা: বনি ইসাইল, আয়াত: আয়াত ৮০)।
অনুবাদ : হে আমার প্রভু! আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে। আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন।’
জীবনে সফলতা পেতে বেশি বেশি এ আয়াত পড়ার পাশাপাশি এ আয়াতের বাস্তব আমলে নিজেদের সাজানোর বিকল্প নেই। তবেই সম্ভব ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরিসহ যাবতীয় কাজকর্মে সফলতা লাভ করা।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম সফলতা লাভ করতে উল্লেখিত আয়াতের বাস্তব আমল যথাযথ করার তাওফিক দান করুন। আমিন।

Place your advertisement here
Place your advertisement here