• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কাউনিয়ায় তিন দিনব্যাপি ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র বাস্তবায়নে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার প্রশিক্ষণ কক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ডক্টর মোঃ সরওয়ারুল হক।

এসময় উপস্থিত ছিলেন বারটান এর বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম ও মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদ ও রাকিবুল আলম প্রমূখ।

প্রশিক্ষণে উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও অন্যান্য মিলে ৬০ জন অংশ গ্রহন করেন। আগামী ১৫ সেপ্টেম্বর সচেতনতাবৃদ্ধি শীর্ষক এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

Place your advertisement here
Place your advertisement here