• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা মোকাবেলায় রংপুরের তরুণদের অসাধারণ উদ্যোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

"উই ফর দেম" এবং "রংপুর উন্নয়ন ফোরাম" এর উদ্যোগে এবং বিডি ক্লিন রংপুরের সহযোগিতায়, একঝাঁক উদ্যমী তরুন ঝাঁপিয়ে পড়েছেন রংপুর শহরকে জীবাণুমুক্ত করার কাজে। সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে করা এই কাজকে সাধুবাদ জানিয়েছে রংপুরবাসি।

ইতোমধ্যেই তাঁরা কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন পয়েন্টে জীবাণুনাশক ছিটানোর কাজ করেছেন। সকল ভলান্টিয়ার নিজেদেরকে সুরক্ষিত রেখে এই কাজে অংশগ্রহন করেন। আজকেও রংপুরের ১০টি পয়েন্টে জীবানুনাশক স্প্রে ছিটানোর কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ করেছেন ৫০ জনেরও বেশী ভলান্টিয়ার।

"রংপুর উন্নয়ন ফোরাম" এর আহ্বায়ক, জনাব মোঃ সুলতান মাহমুদ টিটন বলেন, “আমাদের মনে হয় প্রশাসনিকভাবে যদি রংপুরের বিভিন্ন প্রবেশদ্বার, যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ডগুলো নিয়মিতভাবে জীবাণুমুক্ত করা যায়, তাহলে আমরা হয়তো অনেকটা নিরাপদ থাকতে পারতাম। তবে যতদিন প্রশাসন নিজে থেকে এই দায়িত্ব নিবে না, ততদিন আমরা সচেতনতা তৈরিতে এই দায়িত্ব পালন করে যাব- ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত হচ্ছে, কাজেই কেউ যদি এই মহৎ কাজে অংশ নিতে চান, তাহলে অর্থ বা সরঞ্জামাদি দিয়ে পাশে দাঁড়াতে পারেন। পাশাপাশি তিনি রংপুরের সমস্ত ব্যবসায়ী এবং সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। যে কোন ধরণের সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন, 01633561568 নাম্বারে।

Place your advertisement here
Place your advertisement here