• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

উন্নত রাষ্ট্র গড়তে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- মন্নুজান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে উন্নত রাষ্ট্র গড়তে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীমার উন্নয়ন ও সেবামুখী করতে বীমা নীতি-২০১৪ প্রণয়ন করেছে সরকার।
শুক্রবার দুপুরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে খুলনা সার্কিট হাউস মাঠে দুই দিনের বীমা মেলার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বীমা একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও সেবা এর অন্যতম কাজ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ খাতে মানুষের আস্থা ফিরিরে আনতে হবে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবির, ডিসি মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী প্রমুখ।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন কোম্পানির বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় ৩১টি লাইফ ও ৪৫টি নন লাইফ বীমা কোম্পানির ৭৮টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here