• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আরসিবিকে নিয়ে সতর্ক অবস্থানে মুম্বাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

একটা দল চার বারের আইপিএল চ্যাম্পিয়ন। অন্য দলটি এখনও ট্রফি জেতেনি। কিন্তু তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করে দিচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে টুইটারে পোস্ট করা ভিডিওতে রোহিত বলেছেন, ‘মনে রাখতে হবে, এই ম্যাচটা কিন্তু আমাদের কাছে মোটেই সোজা হবে না। জিততে গেলে আমাদের দারুণ পরিশ্রম করতে হবে।’

ফর্মের বিচারে অবশ্য বিরাট কোহলির আরসিবির চেয়ে এগিয়ে আছে রোহিতের মুম্বাই। দু’দলই একটা করে ম্যাচ জিতলেও মুম্বাই ব্যাটসম্যানদের শেষ ম্যাচে ছন্দে দেখিয়েছে। আবার আরসিবি-কে শেষ ম্যাচে চূর্ণ করে কিংস ইলেভেন পাঞ্জাব। কোহলিদের ব্যাটিং ও বোলিং— দুইই প্রশ্নের মুখে পড়ে যায়। কিন্তু রোহিত সতর্ক থাকতে চান। তিনি বলেছেন, ‘আরসিবির দলটা খুবই শক্তিশালী। সেটা আমাদের মাথায় রাখতে হবে।’

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার লড়াইয়ে পরিসংখ্যানও রোহিতদের দিকে। শেষ ১৪টি ম্যাচে ১০টিতেই জিতেছে চার বারের চ্যাম্পিয়ন মুম্বই। কোহালিদের বড় সমস্যা, ডেথ বোলিং। আগের ম্যাচেও কে এল রাহুলের ঝড়ের সামনে বিপর্যস্ত দেখিয়েছে ডেল স্টেন, উমেশ যাদবদের।

Place your advertisement here
Place your advertisement here