• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আমাদের ছয়টি ফাইনাল বাকি- জিদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

স্প্যানিশ লা লিগায় শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। তবে লিওনেল মেসির বার্সেলোনার টানা ড্রয়ের পরেও রিয়াল যে আত্মতুষ্টিতে ভুগছে না সে কথা জানিয়ে দিয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান। এমনকি বাকি থাকা ছয়টি ম্যাচের প্রতিটিকেই ফাইনাল হিসেবে উল্লেখ করেছেন তিনি। 

লা লিগায় শীর্ষস্থান শক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার গেতাফের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে বার্সার চেয়ে চার পয়েন্ট এগিয়ে যাবে লস ব্লাঙ্কোসরা। পৌঁছে যাবে শিরোপার কাছাকাছি। তবে জিদান জানেন ফুটবলে আগেই কিছু বলে দেয়া কঠিন। ফলে বার্সার ড্রয়ে খুশির চেয়ে বেশি সতর্ক তিনি। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমরা কিন্তু এখনো কাপ জিতিনি। ভুলে গেলে চলবে না আমাদের এখনো ছয়টি ম্যাচ বাকি। ছয় ম্যাচ মানে আঠারো পয়েন্টের খেলা। যতক্ষণ না আমরা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলছি, একই তীব্রতা নিয়ে এগিয়ে যেতে হবে।’

এখানেই না থেমে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি সতর্ক করে দিচ্ছেন, ‘গেতাফে ভাল দল। আমাদের আটকানোর জন্য যা যা করার দরকার, ওরা সবই করবে। তাই বলব আমাদের এখন ছ’টি ফাইনাল বাকি। তার প্রথমটা খেলছি কাল।’

এদিকে মেসিদের বর্তমান অবস্থায় রিয়াল ভক্তরা রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন। এমনকি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জিদানকে সম্ভাব্য লিগ জয়ের ব্যাপারেই বেশি প্রশ্ন করেন।

তবে শান্তভাবে জিদান বলেন, ‘আমরা কিন্তু এখনো কিছুই জিতিনি। নিজে খেলোয়াড় হিসেবে অনেকবার এ রকম পরিস্থিতি দেখেছি। শিরোপা নিশ্চিত, তবু সেই জায়গা থেকে স্বপ্ন শেষ হয়ে গেছে। ট্রফি হাত ফস্কে গেছে। তাই আমি একেবারেই চাই না যে আমাদের কেউ বলুক, শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। যতক্ষণ না তুমি জিতছ, ততক্ষণ তুমি জেতোনি।’

Place your advertisement here
Place your advertisement here