• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

আজ আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। রোববার (৮ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে পঞ্চগড়েই পরিলক্ষিত হচ্ছে।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে হিমালয়ের পাদদেশে পঞ্চগড় অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য জেলার তুলনায় এ জেলায় সর্বপ্রথম শীতের আগমন ঘটে এবং পুরো শীত মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলক বেশি থাকে। এবছর পাহাড়ি হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার ৫ উপজেলার মানুষ পড়েছে চরম বিপাকে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা ১৪ থেকে ৯ ডিগ্রিতে উঠা নামা করলেও আজ হঠাৎ করে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা উঁকি দিতে শুরু করেছে ফলে খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা সীমান্ত বাবু জানান, 'সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকলেও সকাল ৯টার পর সূর্যের আলো কিছুটা দেখা মিলার কারণে শীতের তীব্রতা কিছুটা কম থাকে।'

একই কথা জানালেন পঞ্চগড় সদরের বাসিন্দা তবির রহমান বলেন, 'হিমেল হাওয়া প্রবাহিত ও কুয়াশার কারণে শীতের তীব্রতা এবার অনেক বেশি।'

এবিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, 'আজ রোববার তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস যা এবছর দেশের মধ্যে সর্বনিম্ন। তিনি আরো জানান এবছর হিমেল হাওয়া বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি দেখা দিচ্ছে।'

Place your advertisement here
Place your advertisement here