– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

তামিম-মুশফিকদের মন নিয়ে কাজ করছে বিসিবি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এ ম্যাচকে ঘিরে গত ২৯ মে থেকে অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা। তবে শুরুতে অনুপস্থিত ছিলেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 
ছুটি কাটিয়ে চলতি মাসের শুরুতেই বাংলাদেশের মাটিতে পা রাখেন হাথুরুসিংহে। তবে তিনি একাই আসেননি, সঙ্গে মনোবিদ অ্যালান ব্রাউনকে নিয়ে এসেছিলেন এই শ্রীলংকান কোচ। 

জানা গেছে, ক্রিকেটারদের মনোজগৎ নিয়ে দুই সপ্তাহ কাজ করবেন ব্রাউন। রোববার বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে তামিম-মুশফিকদের সঙ্গে মেন্টাল স্ট্রেংথ বিষয়ে এক ঘণ্টার একটি সেশন করেছেন তিনি।

সশরীরে না থাকলেও ক্রিকেটারদের সঙ্গে ভবিষ্যতে অনলাইনে কাজ করবেন ব্রাউন। এরই মধ্যে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য একজন স্পোর্টস সাইকোলজিস্ট ফিল জনসিকে চূড়ান্ত করেছে বোর্ড। এশিয়া কাপের আগে আগামী ১১ আগস্ট বাংলাদেশে আসার কথা তার।

হাথুরুসিংহের প্রথম মেয়াদেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছিলেন জনসি। শুধু জাতীয় দল না, বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটেও যোগ দিয়েছেন একজন মনোবিদ। 

দুজনের কাজের পার্থক্য নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘স্পোর্টস সাইকোলজিস্ট একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সমস্যা সমাধানের কাজ করে। অ্যালান ব্রাউনের কাজ হচ্ছে, একটা খেলোয়াড়ের দক্ষতাকে কীভাবে দলের সঙ্গে এক করা যায়।’

Place your advertisement here
Place your advertisement here