• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সমালোচনার মাঝে পাপনকে পাশে পাচ্ছেন মুমিনুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

বেশ অনেক দিন ধরেই রান নেই জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে। এ কারণে অনেকেই তাকে টেস্টের নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছেন। তবে কঠিন এই পরিস্থিতি ও সমালোচনার মাঝে তিনি নাজমুল হাসান পাপনকে পাশে পাচ্ছেন।

২০১৯ সালের শেষ দিকে টেস্ট দলের নেতৃত্ব পান মুমিনুল। নেতৃত্বভার পেয়ে মুমিনুলের ব্যক্তিগত পারফরম্যান্সের ধার যেন কমে গেছে। সাম্প্রতিক সময়ে তার ব্যাট একেবারেই বিবর্ণ। গত ৫ ইনিংসে একবারও পাননি দুই অঙ্কের দেখা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বাস করেন, পরীক্ষিত পারফর্মার হিসেবে শিগগিরই ফর্ম ফিরে পাবেন মুমিনুল।

পাপন বলেছেন, ‘আপনারা কেন নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে একটু বেশি কথা বলেন আমি জানি না। আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড় না, দল নিয়ে চিন্তা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে- প্রত্যেক খেলোয়াড় প্রতিদিন রান করবে না। আবার এটাও মনে রাখতে হবে যে একটা খারাপ সময় সবারই যায়।’

চট্টগ্রাম টেস্টে শতক হাঁকানো মুশফিকুর রহিমের উদাহরণ দিয়ে বিসিবি সভাপতি আরো বলেন, ‘কিছু দিন আগে যাদের নিয়ে কথা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, তারা তো করে দেখিয়েছে। এমনকি মুশফিক! মুশফিককে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছে। কিন্তু দেখুন, মুশফিক তো প্রমাণ করেছে।’

পাপন যোগ করেন, ‘আসল জিনিস হল বিশ্বাস। আমি মনেপ্রাণে বিশ্বাস করি মুমিনুলের পূর্ণ সামর্থ্য আছে। ও আগে এটা প্রমাণ করেছে। ওর একটা খারাপ সময় যাচ্ছে। আশা করছি শীঘ্রই কাটিয়ে উঠবে।’

Place your advertisement here
Place your advertisement here