• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

এশিয়া কাপের ফাইনালে রোমান সানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইরাকের সোলেমানিয়া অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ টুর্নামেন্টে রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা আরচ্যার রোমান সানা।

গতকাল সোমবার উজবেকিস্তানের সাদিকব আমির খানকে ৬-০ সেটে হারিয়ে স্বর্ণের লড়াইয়ে নাম লিখিয়েছেন দেশসেরা এ আরচার। ফাইনালে তার প্রতিপক্ষ ভারতের চৌহান মৃনাল। আগের দিন তিন ইভেন্টের ফাইনালে উঠে বাংলাদেশের আরচ্যাররা তিনটি পদক নিশ্চিত করেছিলেন। 

রোমান সানা তার প্রিয় রিকার্ভ এককের ফাইনালে ওঠায় এখন পর্যন্ত বাংলাদেশের সামনে চারটি স্বর্ণের হাতছানি।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে রোমান সানা লড়েছিলেন নিজ দেশের প্রতিযোগী হাকিম আহমেদ রুবেলের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে জিতেছিলেন ৬-২ সেট পয়েন্টে।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমে রুবেল ও আবদুর রহমান আলিফ ফাইনালে উঠেছেন ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে।

রিকার্ভ দলগত নারী ইভেন্টে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় সেমিফাইনালে ৫-১ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে সোনার লড়াইয়ে উঠেছেন।

কমপাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন আশিকুজ্জামান, মিঠু রহমান ও নওয়াজ আহমেদ। তারা সেমিফাইনালে ২৩১-২২৮ পয়েন্টে হারিয়েছেন কাজাখস্তানকে।

Place your advertisement here
Place your advertisement here