• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিপিএলে কুমিল্লায় নতুন ভূমিকায় স্টিভ রোডস 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

২০১৯ সালে বিশ্বকাপের পর স্টিভ রোডস বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন কিছুটা নিরবেই। তবে প্রায় আড়াই বছর পরে তিনি যখন আবারো বাংলাদেশে ফিরেছেন, তখনও আলোড়ন পড়ল না তেমন। এবার বাংলাদেশের কোচ হিসেবে নয়, জায়গা বদলে গেছে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করবেন তিনি।

পরিবর্তন আছে তার ভূমিকাতেও। আগেরবার তিনিই ছিলেন সর্বেসর্বা, মাশরাফি-সাকিবদের কোচ। এবার ভূমিকা বদলে যাচ্ছে তার। এখানে তিনি কাজ করবেন পরামর্শক হিসেবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুমিল্লার হয়ে কাজ করতে রোডস বাংলাদেশে পা রেখেছেন গত ১৫ জানুয়ারি। তবে তার ভূমিকা এবার কী হতে যাচ্ছে এ বিষয়ে গুঞ্জন ছিল বেশ। জাতীয় দলের সাবেক এই কোচকেই কি অবশেষে নিজেদের প্রধান কোচ করে নিচ্ছে? এমন গুঞ্জনও ছড়াচ্ছিল বেশ।

তবে অবশেষে জানা গেল, কোচ নয়, কুমিল্লায় রোডসের ভূমিকা হবে পরামর্শকের। দলটির কোচ হিসেবে আগে থেকেই আছেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন ইংলিশ এই কোচ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘স্টিভ রোডস গত পড়শু ঢাকায় পা রেখেছেন। তিনি দলের সঙ্গে কনসাল্ট্যান্ট হিসেবে কাজ করবেন।’

বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ২০১৮ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন রোডস। অধরা বহুজাতিক টুর্নামেন্টের শিরোপাটা তার অধীনেই অর্জন করে বাংলাদেশ। সঙ্গে উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজে জেতার কীর্তিও ছিল তার। তবে ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার জেরে রোডসকে বরখাস্ত করে বিসিবি।

Place your advertisement here
Place your advertisement here