• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের নতুন স্প্যানিশ কোচ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। সাবেক কোচ জেমি ডের স্থলাভিষিক্ত হবেন এ স্প্যানিশ কোচ।

বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ৮টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব পালন শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন কাবরেরা। 

দায়িত্ব নিয়ে মাঠে বসে প্রিমিয়ার লিগে খেলা দেখবেন কাবরেরা। বৈঠকে বসবেন প্রাথমিক দলে থাকা ফুটবলারদের সঙ্গেও। 

এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল লিগ। তবে ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় এক সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হতে পারে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। 

ঢাকায় পৌঁছে এক ভিডিও বার্তায় হাভিয়ের কাবরেরা বলেন, আমি অনেক খুশি এবং নতুন দায়িত্ব নিতে অনুপ্রাণিত। খেলোয়াড় ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে চাই।

সবশেষ লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নর্থ ভার্জিনিয়ার বার্সা অ্যাকাডেমির কোচ ছিলেন কাবরেরা।

স্প্যানিশ এ কোচের এশিয়াতে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। ৩৭ বছরের কাবরেরা ২০১৩-১৫ মৌসুমে স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও সহকারী কোচ ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here