• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

`এটাই দেশের ক্রিকেটের সেরা সাফল্য`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

একাধিকবার এশিয়া কাপের শিরোপার কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মেয়েরাই দেশকে এনে দিয়েছে এশিয়া কাপের প্রথম শিরোপা। যা দেশের ক্রিকেটের জন্যই প্রথম কোনো বৈশ্বিক অর্জন। এরপর অনূর্ধ্ব-১৯ পুরুষ দল এনে দিল বিশ্বকাপ। শিরোপা না থাকলেও ছেলেদের জাতীয় দলেরও অনেক সাফল্য আছে। তবে বৈশ্বিক শিরোপা নেই। বলা হচ্ছে, সবকিছু বিচার মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ই এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সেরা সাফল্য।

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এই বক্তব্যের সঙ্গে একমত। ম্যাশের বক্তব্যে যাওয়ার আগে কিছু পরিসংখ্যান দেওয়া যাক। এই টেস্টের আগে দেশের মাটিতে টানা ১৭ টেস্টে হারেনি নিউজিল্যান্ড। বিশ্বের যেকোনো দলের জন্যই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় কঠিনতম কাজ। ভারতের মতো দল ২০০৯ সালের পর নিউজিল্যান্ড টেস্ট জিততে পারেনি। গত বছরের মার্চে তারা নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে আর টেস্ট সিরিজে ধোলাই হয়ে এসেছে। কিউইদের মাটিতে পাকিস্তান সর্বশেষ জিতেছে ২০১১ সালে আর শ্রীলঙ্কা সর্বশেষ জিতেছে ২০০৬ সালে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় মাশরাফি সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো চাট্টিখানি ব্যাপার নয়। তাও যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। তার ওপর অনেক খেলোয়াড় নেই। এখান থেকে ভাবলে শূন্য থেকে এত বড় জয় দারুণ ব্যাপার। বাংলাদেশ দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং-বোলিং খুব ভালো করেছে।'

Place your advertisement here
Place your advertisement here