• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দায়িত্ব পেয়েই কোহলির রেকর্ড ছুঁলেন রোহিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পেয়েছেন রোহিত শর্মা। গতকাল শুক্রবার তার ক্যারিয়ারের ২৯তম ফিফটিতে ভারত ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে। এই ম্যাচেই সবচেয়ে বেশি ফিফটি করার তালিকাতেও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন টি-টোয়েন্টিতে ৪ সেঞ্চুরির মালিক রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ধরনের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলি। তার জায়গায় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে রোহিতকে। দায়িত্ব নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি সিরিজ জিতে নিয়েছেন। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান করার তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলেছেন। এই ফরম্যাটে কোহলির ২৯টি ফিফটি থাকলেও কোনো সেঞ্চুরি নেই। তবে 'হিটম্যান' খ্যাত রোহিতের ২৫টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরিও আছে।

গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিতের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস। এর মাঝে ছক্কা মেরেছেন ৫টি আর বাউন্ডারি মাত্র ১টি। রোহিত এবং লোকেশ রাহুল মিলেই ভারতকে জয়ের পথে নিয়ে যান। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বার সেঞ্চুরিের জুটি গড়েন তারা। লোকেশ রাহুল ৪৯ বলে ৬ চার ২ ছক্কায় ৬৫ রান করেন। আগামীকাল রবিবার কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠে সবসময় ভালো খেলেন রোহিত। তাই তার সামনে কোহলিকে টপকে যাওয়ার দারুণ সুযোগ।

Place your advertisement here
Place your advertisement here