• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কোপার ইতিহাসে তৃতীয় সেরা দল ব্রাজিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

১০০ বছরেরও বেশি পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা খেলে এই টুর্নামেন্টে। এজন্য এই টুর্নামেন্টটিকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে এই আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে।

প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শিরোপার মুকুট পরেছে উরুগুয়ে। ১৫টি ট্রফি জিতেছে তারা। তাদের সর্বশেষ ট্রফিটি এসেছে ২০১১ সালে। উরুগুয়ের ঠিক পরেই রয়েছে আর্জেন্টিনা। ১৪বার শিরোপা জিতেছে তারা। সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। সেবার ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।

কোপায় শিরোপার দিক দিয়ে তিনে রয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা জিতেছে মাত্র ৯ বার। সবর্শেষ ২০১৯ সালে কোপার শিরোপা জিতেছে সেলেসাওরা। এছাড়া দুটি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ আসরে ঘরেই মাঠেই জিতেছে শিরোপা। এবারো তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শিরোপা লড়াইয়ে আছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সেমিফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া। অন্যদিকে, নেইমাররা খেলবে পেরুর বিপক্ষে। এবার শিরোপা জিতলে কোপা শিরোপায় উরুগুয়েকে ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা।

Place your advertisement here
Place your advertisement here