• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মুস্তাফিজ হাসলেই রাজস্থান হাসে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে জস বাটলারের ১২৪ রানের ইনিংসের পর দুর্দান্ত বোলিংয়ে দলকে বড় জয় এনে দিতে ভূমিকা রেখেছেন বাংলাদেশের 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্স উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তাই ম্যাচে শেষে মুস্তাফিজের ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে। ক্যাপশনে লিখেছে, 'তুমি হাসলে আমরা হাসি'।

আসলেই তাই! মুস্তাফিজ হাসলেই তো রাজস্থান হাসে। এ পর্যন্ত তিনটি জয় পেয়েছে রাজস্থান। সে ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। রাজস্থানের প্রথম জয়টি আসে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সে ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন 'দ্য ফিজ'। দ্বিতীয় জয়টি আসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সে ম্যাচে ৪ ওভারে মাত্র ২২ রান দেন, তুলে নেন কলকাতার সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল ত্রিপাঠির উইকেট। আর গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তো নিলেন তিন উইকেটই। রাজস্থান যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে সেই তিন ম্যাচে মুস্তাফিজের সম্মিলিত বোলিং ফিগার হলো ১২ ওভারে ৭১ রান ৬ উইকেট। এই তিন ম্যাচে ফিজের বোলিং ইকোনমিও ৬-এর নিচে। রাজস্থানের টুইটটা যথার্থই, মুস্তাফিজ হাসলেই তো রাজস্থান হাসে।

Place your advertisement here
Place your advertisement here