• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ওরাল ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হব- প্রতিমন্ত্রী রিমি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, বাংলাদেশে দিন দিন ওরাল ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ওরাল ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে। 

শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় ওরাল ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং প্রতিমন্ত্রীর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সিমিন হোসেন রিমি বলেন, বাংলাদেশে মূলত লিভার, স্তন, কোলন ও ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগীরা  হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে অধিকাংশ ওরাল ক্যান্সারে আক্রান্ত হন। রোগীরা জানেন না কীভাবে এই ক্যান্সার সংক্রমিত হয়। ওরাল ক্যান্সার সম্পর্কে  সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ক্যান্সার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। 

তিনি বলেন, পান, জর্দা ও গুলের মাধ্যমে ওরাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এসব দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। ওরাল ক্যান্সার প্রতিরোধে রাতে ঘুমানোর পূর্বে ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে। 

অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ এবং শান্তি ক্যান্সার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর পারভীন শাহিদা আখতার উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here