• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের শরবত বিতরণ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে শুক্রবার (৩ মে) দিনব্যাপী শরবত বিতরণ করেছেন মানবিক একদল শিক্ষার্থী। 

ফুলবাড়ীর উপজেলায় বিভিন্ন এলাকায় বসবাসকারি এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে সাবা সারা তানিশা, সিব্বির, শান্ত, তুর্য্য, রিয়াদ, আসিফ, গুণগুণ ও সুরভীর প্রচেষ্টায় ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড, নিমতলা মোড়, ঢাকা গামী কোচ স্ট্যান্ড, মন্ত্রী মার্কেট এলাকা, ঢাকা মোড় এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় গরমে ক্লান্ত ও পরিশ্রান্ত শ্রমজীবী, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। 

শিক্ষার্থী সাবা সারা তানিশা, সিব্বির, শান্ত, তুর্য্য, রিয়াদ ও আসিফ বলেন, গরমের ক্লান্ত মানুষের অবস্থা দেখে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয় ক্লান্ত পথচারী, শ্রমিজীবী ও যানবাহনের যাত্রীদের মাঝে শরবত বিতরণের। এজন্য প্রত্যক বন্ধু স্বেচ্ছায় সাধ্যমত অর্থ দিয়েছে। সেই অর্থেই দিনব্যাপী শরবত বিতরণ করা হয়েছে। এতে যদি কারো কোনো উপকার হয়ে থাকলে নিশ্চয় তাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। 

ফুলবাড়ীর জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত বলেন, শিক্ষার্থীদের মানবিক কাজে অংশগ্রহণ এটি একটি ভালো দিক এবং আগামীর মঙ্গল বার্তা বহন করে। এইসব মানবিক শিক্ষার্থীদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া রইল। তারা যেন জ্ঞানে গুণে অনেক বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন।

Place your advertisement here
Place your advertisement here