• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পাকিস্তান শিবিরে ফের করোনার হানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলে আবারো থাবা বসিয়েছে করোনা। ৬ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় বেশ সমালোচনা শুনতে হয়েছিল বাবর আজমদের। সামাজিক দূরত্ব না মানায় পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানোর হুমকিও দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিতে পাকিস্তান স্কোয়াডের আরও এক সদস্যের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) নতুন করে নমুনা পরীক্ষা করা হলে তাতে আরেক ক্রিকেটারের দেহে করোনা পাওয়া গেছে। আগের আক্রান্ত ৬ ক্রিকেটারের সাথে আইসোলেশনে রাখা হবে তাকে। এছাড়া বাকি সদস্যদের নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

নিউজিল্যান্ড সফরে বিশাল বহর নিয়ে এসেছে পাকিস্তান। সফরকারী দলে খেলোয়াড় আছেন ৩৫ জন, কোচ-স্টাফ মিলিয়ে মোট সংখ্যাটা ৫৩। 

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের প্রধান অ্যাশলে ব্লুমফিল্ড অবশ্য আগেই ধারণা করেছিলেন, ঐ ৬ ক্রিকেটারের বাইরেও আরও কয়েকজন করোনা আক্রান্ত হতে পারেন। পাকিস্তান জাতীয় দল নিউজিল্যান্ডে পৌঁছানোর পর সুষ্ঠুভাবে কোয়ারেন্টিন সম্পন্নের জন্য দলের সাথে সেনা প্রহরা নিয়োজিত করা হয়। এর মধ্যেও পাকিস্তানি ক্রিকেটাররা হোটেলে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন, খাবার ভাগাভাগি করেছেন যা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। 

Place your advertisement here
Place your advertisement here