• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মুখোশ পরে উদযাপন নিষিদ্ধ করল আইসিসি

দৈনিক রংপুর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ক্রিকেটে কত ধরনের উদযাপনের প্রচলন রয়েছে! বাংলাদেশি ক্রিকেটারদের নাগিন-নৃত্য নিয়ে কম আলোচনা হয়নি। নাজমুল ইসলাম অপুর আবিষ্কৃত সেই উদযাপন বেশ শোরগোল ফেলেছিল। সম্প্রতি একইভাবে আলোচনায় এসেছিলেন তাবরাইজ শামসিও।

দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার মুখোশ পরে উদযাপন করে হয়েছিলেন খবরের শিরোনাম।

এবার আরো একবার খবরের শিরোনাম হতে হচ্ছে তাকে। তবে খবরটি তার জন্য সুখকর নয়। তাকে যে এমন উদযাপন বন্ধ করতে বলা হয়েছে!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর নিজের দেশের এমজানসি সুপার লিগে (এমএসএল) মুখোশ পরে উদযাপন করেছিলেন শামসি। উইকেট শিকারের পরই কলারের কাছ থেকে মুখোশ টেনে ধরে মুখে গলে ভোঁ-দৌড়- এই ছিল বিচিত্র উদযাপনের নমুনা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার এই বিচিত্র উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ, ক্রিকেট মাঠে আর এমন উদযাপন করতে দেখা যাবে না ২৮ বছর বয়সী স্পিনারকে।

নিজের এই উদযাপনকে শামসি আখ্যা দিয়েছিলেন ‘মাস্কড ম্যাজিশিয়ান’ নামে। কেন এমন উদযাপন করতেন, এমন প্রশ্নে শামসি সম্প্রতি জানিয়েছিলেন- কোনো ক্রিকেটারকে অসম্মান করতে নয় মোটেও- ‘আজকাল ম্যাচে বোলারদের ওপর অনেক চাপ থাকে। আমিও মজার জন্য এটা করি, অবশ্যই কোনো ক্রিকেটারকে অসম্মান করতে নয়।’

এর আগে ‘শু ফোন সেলিব্রেশন’ নামে এক বিচিত্র উদযাপনের জন্ম দিয়েছিলেন শামসি। সেটির ছিল উইকেট শিকারের পর বাউন্ডারি দড়ির কাছে গিয়ে জুতা খুলে কানের কাছে ধরা। তবে মুখোশের উদযাপনই আলোচনায় এসেছিল তুলনামূলক বেশি।

Place your advertisement here
Place your advertisement here