• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঐতিহাসিক টেস্টে খেলার বাইরে যা থাকছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে গোলাপি বলের টেস্টে অভিষেক হচ্ছে বাংলাদেশ ও ভারতের। ঐতিহাসিক এ টেস্টকে স্মরণীয় করে রাখতে খেলার বাইরে আরো অনেক আয়োজনই রেখেছে বিসিসিআই ও সিএবি।

টেস্ট শুরুর আগে ইডেনের ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেনের এই ইনডোরকে লর্ডস এবং মেলবোর্নের চেয়েও উন্নত করে তৈরি করা হয়েছে।

এরপরই প্রথা মেনে ইডেনের ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্টের শুরুর ঘোষণা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রথম সেশন শেষে ২০ মিনিটের চা-বিরতিতে দু’দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বাউন্ডারি লাইন ধরে কার্টে (ছোট গাড়ি) করে তারা পুরো মাঠ চক্কর দেবেন ক্রীড়া নক্ষত্ররা।

৪০ মিনিটের সুপার ব্রেকে সিএবি’র বিশেষ নিবেদন টক শো’তে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণ।

প্রথম দিনের খেলা শেষে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন নন্দিত কণ্ঠশিল্পী রুনা লায়লা, ভারতের শ্রেয়া ঘোষাল এবং পশ্চিমবঙ্গের জিৎ গাঙ্গুলী।

এরপর থাকবে সংবর্ধনা অনুষ্ঠান। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে বাংলাদেশ ও ভারতের টেস্ট দলের সদস্যদের দেয়া হবে সংবর্ধনা। অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেখানে তিনি বক্তব্য রাখবেন।

Place your advertisement here
Place your advertisement here