• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হারিয়ে গেল ভারতের চন্দ্রযান ২, বিমর্ষ মোদি

দৈনিক রংপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

অনেক আশা নিয়ে শুক্রবার রাতে চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ২ বিক্রম ল্যান্ডার’র সফল অবতরণ দেখতে বেঙ্গালুরুতে পৌঁছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো'র চেয়ারম্যানও ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী। শুক্রবার রাতে ল্যান্ডিং-এর শেষ ১৫টি মিনিট আগে সবাইকে নিরাশ করে হারিয়ে গেল বিক্রম।

বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশনে বিক্রমের সংকেত আর পৌঁছল না। চাঁদের মাটি থেকে তখন আর মাত্র ২.১ কিলোমিটার দূরে ছিল এই ল্যান্ডার। বিজ্ঞানীদের বিচলিত দেখে, ঠিক কী ঘটেছে জানতে চান নরেন্দ্র মোদি। 

আস্তে করে প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ান ইসরোর চেয়ারম্যান। নিচু স্বরে মোদিকে দেন দুঃসংবাদ। বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে ইসরোর। এমন সংবাদে যে কারো নিরাশ হওয়ারই কথা। মোদিও হয়েছেন, যে কারণে শ্রীহরিকোটায় আর বেশিক্ষণ থাকেননি।

Place your advertisement here
Place your advertisement here