– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

অবশেষে ভাঁজ করা ফোন আনলো গুগল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘদিন ধরেই ভাঁজ করা (ফোল্ডেবল) ফোন নিয়ে কাজ করেছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের তৈরি প্রথম ভাঁজ করা ফোন এনেছে প্রতিষ্ঠানটি। ‘পিক্সেল ফোল্ড’ নামের ফোনটির তথ্যচিত্র প্রকাশ করেছে তারা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুগল আই/ও সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ফোল্ড প্রকাশের ঘোষণা দেন গুগল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

জানা গেছে, পিক্সেল ফোল্ডের দাম ১ হাজার ৭০০ ডলার। পিক্সেল ফোল্ডে গুগল ‘টেন্সর জিটু’ চিপসেট যুক্ত করেছে। যা পিক্সেল সেভেন ডিভাইসেও পাওয়া যাবে। স্ক্রিনের আকৃতি ৫.৮ ইঞ্চি (বাহ্যিক) আর ভেতরের ডিসপ্লে ৭.৬ ইঞ্চি। ব্যাটারি লাইফে আছে, পূর্ণ চার্জে টানা ২৪ ঘণ্টা অবধি এক্সট্রিম ব্যাটারি সেভার মোডসহ ৭২ ঘণ্টা অবধি টানা সচল থাকার নিশ্চয়তা।

গুগল পিক্সেল ফোল্ড গ্লাস বিল্ড এবং অ্যালুমিনিয়াম ফ্রেমসহ এসেছে। ডিসপ্লের রেজোলিউশন ১,৮২০ x ২,২০৮ পিক্সেল এবং আকার ৭.৬ ইঞ্চি। প্যানেলটি ওলেডের। ফোল্ডেবল স্ক্রিনটির দুইপাশের তুলনায় ওপরে এবং নিচে কিছুটা মোটা বেজেল রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ওপরের বেজেলে অবস্থিত, ফলে ফোল্ডেবল ডিসপ্লেতে কোনো কাটআউট নেই। এছাড়াও, অভ্যন্তরীণ ডিসপ্লেতে ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস রয়েছে বলে দাবি করা হয়। এটি ৬:৫ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

পিক্সেল ফোল্ডের ওজন ১০ আউন্স বা ২৮৩ গ্রাম। যা আসলে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (২৬৩ গ্রাম) মডেলের তুলনায় ভারী।

Place your advertisement here
Place your advertisement here