• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কোরআন-হাদিসে সালাত কায়েম করার তাগিদ ও গুরুত্ব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সালাতের মাধ্যমে যেমন খুশি করা যায়, ঠিক তেমনি নিজেরও মানসিক প্রশান্তি লাভ করা যায়। ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয়টি হচ্ছে সালাত। প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞান সম্পন্ন, নারী পুরুষ নির্বিশেষে, প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।

পবিত্র কোরান ও হাদিস গ্রন্থে বহু জায়গায় সালাত কায়েম করার তাগিদ ও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন-

‘তোমরা সালাত কায়িম করো আর মুশরিকদের দলভুক্ত হয়ো না’। (সূরা: রুম, আয়াত: ৩১)


‘নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়। এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। (সূরা: আ’লা, আয়াত: ১৪-১৫) 


‘সুতরাং দুর্ভোগ ঐ সমস্ত মুসল্লির জন্য, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আদায় করে’। (সূরা: মাউন, আয়াত: ৪-৬)


‘তোমরা সেভাবেই সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো’। (বুখারি হা/৬৩১)

‘কেয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাত শুদ্ধ হলে তার সমস্ত আমলই সঠিক হবে আর সালাত শুদ্ধ না হলে, তার সমস্ত আমল বরবাদ হবে’। (তাবারাণী আওসাত্ব হা/১৮৫৯; সনদ সহহ, সিলসিলা সহিহাহ হা/১৩৫৮)

Place your advertisement here
Place your advertisement here