• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

যেসব নামাজ জামাতে পড়তে হয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নামাজ বা নামায (ফার্সি: نماز‎‎) বা সালাত বা সালাহ (আরবি: صلاة‎‎) ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।

আল্লাহ তাআলার মুমিন বান্দাগণ যদি জামাতে নামাজ আদায় করেন তবে সে নামাজ কবুল হওয়া সময়ের ব্যাপার মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার জন্য জোর নির্দেশ দিয়েছেন। কিন্তু কোন কোন নামাজ জামাতে পড়তে হয়।

যে নামাজগুলো জামাতে পড়তে হয়, তাহলো-

(১) দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। মসজিদেই নামাজ আদায় করতে হবে। প্রয়োজন সাপেক্ষে মসজিদের বাইরেও জামাতে নামাজ আদায় করা যাবে।

(২) জুমা এবং দুই ঈদের নামাজ আদায়ের জন্য জামাত শর্ত।

(৩) কুসূফের নামাজ জামাতে আদায় করা সুন্নতে মায়াক্কাদাহ।

(৪) রমজান মাসে তারাবিহ পড়ার সময় বিতরের নামাজ জামাতে পড়া মুস্তাহাব।

(৫) জানাজার নামাজ ফরজে কেফায়া। এটিও জামাতে পড়তে হয়।

(৬) সমাজের বিভিন্ন প্রয়োজনে বিপদে-মুসিবতে ইজতেমায়ীভাবে জামাতে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- মানুষ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে থাকে। এটিও জামাতে পড়তে হয়।

(৭) তারাবিহ নামাজ জামাতে পড়াও সুন্নতে মুয়াক্কাদাহ। তবে জামাত না পেলে বা পড়তে না পারলে একাকিও পড়া যায়।

আল্লাহ তাআলা সবাইকে জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

Place your advertisement here
Place your advertisement here