• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আজানের ধ্বনিতে ফোটে যে আশ্চর্য ফুল! (সিএনএন-এর ভিডিও)

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সুরেলা কন্ঠে যখন আজানের বাণীগুলো উচ্চারিত হয়, তখন এর সঙ্গে ছন্দ মিলিয়ে ফুটে ওঠে এক ফুল।

আজানের ধ্বনি যেন ফুলগুলোকে ইবাদতের জন্য জাগ্রত করে। প্রতিটি সমুধুর ধ্বনিতে পাপড়িগুলোও ক্রমান্বয়ে মেলে ধরে নিজেকে।

ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আজানের সঙ্গে সঙ্গে ফোটে এই অদ্ভুত ফুল। আর সেকারণেই ফুলটির নাম দেয়া হয় আজান ফুল।

আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে সন্ধান পাওয়া যায় অদ্ভুত এই আজান ফুলের। প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের সময় এই ফুল ফোটে, আবার আজানের শেষ হলে চুপসে যায়। এই দৃশ্য দেখে পবিত্র কুরআন শরীফের একটি আয়াতের কথা মনে পড়ে যায়- “ফাবি আইয়ে আলাহি রাব্বিকা মা তুকাজ্জিবান।“ অর্থাৎ, “তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে।“

সিএনএন-এর ভিডিও রিপোর্টটি দেখতে এখানে ক্লিক করুন-

Place your advertisement here
Place your advertisement here