• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঘোড়াঘাটে উপজেলা নির্বাচনে  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

৬ষ্ঠ উপজেলা পরিষদ  নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ),  ভাইস চেয়ারম্যান (মহিলা) বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার ( ২৩এপ্রিল)  দিনাজপুর সিনিয়র  জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে সকালে দিনাজপুর জেলার ৩ টি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি দিনাজপুর জেলা প ুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কামরুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতীক বরাদ্দ কৃত প্রার্থীরা হলো-ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী শুভ রহমান চৌধুরী -আনারস, মোঃ তৌহিদুল ইসলাম সরকার, টেলিফোন, মোঃ রবিউল ইসলাম -কাপ-পিরিচ, মোঃ সারওয়ার হোসেন, মোটরসাইকেল, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে   মোঃ আতিকুর রহমান -বৈদ্যুতিক বাল্ব, মোঃ ইফতেখার আহম্মেদ -বই, মোঃ জাহাঙ্গীর আলম - টিয়াপাখি, মোঃ মাহফুজার রহমান - চশমা, মোঃ মুক্তার হোসেন- উড়োজাহাজ, মোঃ শহিদুল ইসলাম -টিউবওয়েল  মোঃ সেলিম রেজা - মাইক, শিবু কিস্কু-তালা, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোছাঃ আফরিন সুলতানা- হাঁস, মোছাঃ নার্গিস খাতুন- ফুটবল, মোছাঃ ফেরদৌসী বেগম - ফুলের টব, মোছাঃ মর্জিনা বেগম- বৈদ্যুতিক পাখা, মোছাঃ মাজেদা বেগম-কলস, মোছাঃ লাকি বেগম- সেলাই মেশিন, মোছাঃ শবনম - পদ্ম ফুল, রুশিনা সরেন- প্রজাপতি প্রতীক পেয়েছেন। 

প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই দুপুর ২ টার পর থেকেই  এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আগামী ৮ মে -২০২৪ সকল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রগন অনুষ্ঠিত হবে। 

Place your advertisement here
Place your advertisement here